জামালপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে, আসন অনুসারে নয়। ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনো এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য গড়ে ওঠেনি।
সোমবার সকালে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলোয় ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মৌলিক সংস্কারের রূপরেখা অবশ্যই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। অধিকাংশ বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল, তবে আমরা স্পষ্টভাবে বলেছি—এটি ভোটের অনুপাতে হতে হবে, আসনভিত্তিক নয়। বিষয়টি নিয়ে এখনো মতৈক্য হয়নি, তাই ঐকমত্য ছাড়া সনদ স্বাক্ষরে এগোনো সম্ভব নয়।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা চাই, আগামী ৫ আগস্টের মধ্যেই সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হোক। কারণ, এটি হলে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। তবে নির্বাচনের আগে অবশ্যই ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। অথচ এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে নিরপেক্ষ আচরণ দেখা যাচ্ছে না, যা উদ্বেগজনক।”
সকালেই এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল শহরের জেলা পরিষদ ডাকবাংলোয় শহীদ হওয়া ১১ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। শহীদ পরিবারগুলোর নানা সমস্যা ও দাবিদাওয়া শোনেন নেতারা এবং সমাধানের আশ্বাস দেন।
পরে প্রতিনিধি দল জামালপুর শহরের চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে “জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে” এনসিপির একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বরসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।