ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আকাশজুড়ে সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে দেখা গেল এক নজিরবিহীন আলোর উৎসব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আয়োজিত হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমধর্মী এক ড্রোন শো, যেখানে শতাধিক ড্রোনের আলোর মাধ্যমে তুলে ধরা হয় নারী সাহস, সংগ্রাম ও অবদানের প্রতীক।
ঢাবির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ আয়োজন মন্ত্রমুগ্ধ করে দর্শকদের। আকাশজুড়ে জ্বলজ্বল করে উঠেছিল সাহসিনী নারীর মুখচ্ছবি, মুষ্টিবদ্ধ হাত, প্রতিবাদের প্রতীক এবং নানা বার্তা। আলোর বিন্যাসে ফুটে ওঠে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নারীদের গৌরবময় অংশগ্রহণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য, টিএসসি এবং শহীদ মিনার চত্বরজুড়ে ভিড় করেন এই বিশেষ রাত উপভোগ করতে। পুরো এলাকাটি পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ২০২৪ সালের ১৪ জুলাইয়ের সাহসী নারী আন্দোলনের স্মৃতি চিরস্মরণীয় করে তোলা। ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রথমবার হলের তালা ভেঙে রাজপথে নেমে আসেন, যেখান থেকে সূচনা হয় এক নতুন ইতিহাসের।
‘জুলাই উইমেন্স ডে’ এখন শুধু একটি দিন নয়, হয়ে উঠেছে নারীর শক্তি ও পরিবর্তনের প্রতীক। আর এই ড্রোন শো ছিল তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মানের এক অপূর্ব প্রকাশ।
