ঢাকার পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটলেও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)–কে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অপর দুই আসামিকে র্যাব গ্রেপ্তার করেছে বলে জানানো হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।
নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।
ডিএমপি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ড পুরান ঢাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।