মা হওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সদ্য মাতৃত্বের স্বাদ নেওয়া এই তারকা ধীরে ধীরে ফিরছেন কাজে, শোনা যাচ্ছে নতুন সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন। তবে এর মধ্যেই একটি ভিডিও ঘিরে ট্রলের শিকার হয়েছেন তিনি।
১৩ জুলাই দীপিকার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, ঢিলেঢালা নীল শার্ট, সানগ্লাস ও কাঁধে টোট ব্যাগ নিয়ে বের হয়েছেন তিনি। একেবারেই সাদামাটা ও স্বাভাবিক সাজে ছিলেন দীপিকা।
কিন্তু সাধারণ এই উপস্থিতিতেই কটাক্ষে মুখর হয় অনেকে। একাধিক নেটিজেন তার ওজন ও পোশাক নিয়ে মন্তব্য করেন। কেউ লিখেছেন, ‘বাবার শার্ট পরে এসেছে নাকি!’—আবার কারও মন্তব্য, ‘দিন দিন কেমন গুলুমুলু হয়ে যাচ্ছে।’
তবে এই ট্রলের মাঝেও দীপিকার ফেরা হচ্ছে পর্দায়। পরিচালক অ্যাটলির আসন্ন ছবি ‘AA22XA6’-তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাকে। ইতিমধ্যে নির্মাতারা একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করে দীপিকার অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
এ ছাড়া বহুল আলোচিত ‘কাল্কি ২’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।
বর্তমানে পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন দীপিকা। তার শারীরিক পরিবর্তন নিয়ে যেভাবে বিদ্রূপ করা হচ্ছে, তা নিয়ে অসন্তুষ্ট অনেক ভক্ত। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন মা হওয়া সহজ নয়। সেই মাকে নিয়ে এমন ট্রল লজ্জাজনক।’