4
ভক্তদের জন্য নতুন গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। কনার এবারের গানের শিরোনাম ‘সোনা জান’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। গত রোববার বিকালে ভিডিও আকারে গানটি প্রকাশ পেয়েছে। যেখানে রোমান্স করেছেন কলকাতার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অলিভিয়া সরকার ও অমিত পাল। বিভিন্ন মনোরম লোকেশনে এটির ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল।