বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সৌদি আরব। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ আগ্রহের কথা জানিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও দৃঢ় ও গভীর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্কের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়াও, রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় নানা বিষয়, বিনিয়োগ, বাণিজ্য এবং জনশক্তি খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়।