শোবিজ অঙ্গনের আলোচিত তারকা মারিয়া মিম আবারো শিরোনামে। এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মিম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে আলোচনায় রয়েছেন। ২০১৯ সালে সিদ্দিক ও মিমের বিচ্ছেদের পর থেকেই নতুন জীবন শুরু করেন তিনি। তাদের একমাত্র পুত্রসন্তান রয়েছে।
বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়িয়েছেন মারিয়া মিম। বিভিন্ন সময় গণমাধ্যমে প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের নাম প্রকাশ করেননি কখনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিক এবং ভবিষ্যতের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেন এই অভিনেত্রী।
মিম বলেন, “বাংলাদেশে এমন কোনো ছেলে দেখি না, যাকে দেখে মনে হয় পছন্দ করার মতো। কিন্তু যখন দেশের বাইরে যাই, তখন দেখে মুগ্ধ হয়ে যাই। এত সুদর্শন ছেলে দেখে মনে হয় এখানেই বিয়ে করে ফেলি।”
বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, “টাকাওয়ালা মানুষের দরকার। কারণ বাস্তবতায় চলতে গেলে টাকা দরকার। ভালোবাসা দিয়ে তো সব হয় না। কেউ ভালো ছেলে হলেও যদি পরে প্রতারণা করে, তাহলে লাভ কী? বরং যদি কাঁদতেই হয়, তবে বিএমডব্লিউ কিংবা রোলস রয়েসে বসেই কাঁদা ভালো।”
নিজের প্রেমিক সম্পর্কে মিম বলেন, “আমার প্রেমিকের যথেষ্ট টাকা আছে। তাই তাকে ছেড়ে কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। ভবিষ্যতে আমরা বিয়েও করবো—এই নিয়েই আমাদের পরিকল্পনা। ইতালির কালচারে বিয়ে হবে, আর রিসেপশন হবে বাংলাদেশে। লেহেঙ্গা পরে সাজবো বিয়ের দিন।”
মিমের এমন খোলামেলা স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন জগতে।
