সভাপতি ফয়জুল লতিফ চৌধুরী, সদস্য সচিব মহাপরিচালক আজম
বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও কাঠামোগত সংস্কার আনতে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১৪ জুলাই) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি করা হয়েছে বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজম কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটি বাংলা একাডেমির বিদ্যমান আইন, প্রবিধানমালা, প্রশাসনিক কাঠামো এবং কার্যক্রম পর্যালোচনা করে একাডেমির মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার ও উন্নয়নের সুপারিশ প্রদান করবে।
কমিটির কার্যক্রম পরিচালনায় সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে তারা কো-অপ্ট করতে পারবেন। একাডেমির মহাপরিচালক কমিটিকে সকল ধরনের সাচিবিক সহায়তা প্রদান করবেন।
কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
আবদুল হাই শিকদার, সলিমুল্লাহ খান, সুমন রহমান, ফারুক ওয়াসিফ, ব্রাত্য রাইসু, মোহাম্মদ রোমেল, মাহবুব মোর্শেদ, লতিফুল ইসলাম শিবলী, আফসানা বেগম, অধ্যাপক আ আ মামুন, সাখাওয়াত টিপু, রিফাত হাসান, এহসান মাহমুদ, কাজী জেসিন, অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, জাভেদ হুসেন, সহুল আহমদ মুন্না।
পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরেই বাংলা একাডেমির কার্যক্রমে আধুনিকায়ন ও বাস্তবমুখী সংস্কারের প্রয়োজন ছিল। এই কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে একাডেমি নতুন দিশা পাবে বলেই আশা করা যাচ্ছে।