15
সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের ৬ জন মারা গেছেন। ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখালে সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন এমারুল (৪৫), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় জেলে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকেন। স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় পাওয়া যায়।