আধুনিক গান দিয়ে শ্রোতাদের মন জয় করা গায়িকা জিনিয়া জাফরিন লুইপা এখন ফোক গানের দিকেও মনোযোগী হয়ে উঠেছেন। তাঁর কণ্ঠে ফোক গান শুনতে আগ্রহী হয়ে উঠেছে শ্রোতা-দর্শক, তাই ধারাবাহিকভাবে প্রকাশ করছেন ফোক গান।
সম্প্রতি আরটিভি মিউজিকের জনপ্রিয় আয়োজন ‘ফোক স্টেশন সিজন সিক্স’-এ প্রকাশ পেয়েছে লুইপার গাওয়া গান ‘আশিকজন দিওয়ানা’। গানটি লিখেছেন ও সুর করেছেন গণি পাগলা, সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা।
নতুন গান নিয়ে লুইপা বলেন, “ফোক স্টেশনের মতো এত বড় প্ল্যাটফর্মে আমার গাওয়া গানগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা আমার জন্য খুবই আনন্দের। এর আগে দুটো গান গেয়েছিলাম এই আয়োজনে, সেগুলোতেও দর্শকের দারুণ সাড়া পেয়েছি। এটা আমার জন্য এক বড় প্রাপ্তি।”
ফোক গানের প্রতি আগ্রহের বিষয়ে লুইপা জানান, “স্টেজ শোতেও ফোক গানের অনুরোধ আসে। এই ভালোবাসা থেকেই এখন নিয়মিতভাবে ফোক গান করছি এবং আগামীতেও আরও মনোযোগ দেব।”
উল্লেখ্য, লুইপার প্রথম একক অ্যালবাম ছিল ‘ছায়াবাজি’, যা দিয়ে তিনি দারুণ সাড়া ফেলেন। তবে তাঁর গাওয়া বেগম আখতারের কালজয়ী গান ‘জোছনা করেছে আড়ি’ নতুন করে জনপ্রিয়তা পায়। ২০২১ সালে রুনা লায়লার সুরে গাওয়া গান ‘এই দেখা শেষ দেখা’ এবং গাজী মাজহারুল আনোয়ারের লেখা সেই গানও শ্রোতাদের প্রশংসা কুড়ায়। এছাড়া তাঁর মৌলিক গান ‘জেন্টলম্যান’-এ চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে করা মিউজিক ভিডিওটিও বেশ আলোচিত হয়।