বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন। তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
এর আগে এই দায়িত্ব পালন করছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। ড. আক্তার হোসেনের নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ পেল বাংলাদেশ ব্যাংক।
ড. হোসেন একজন খ্যাতনামা শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ। তার পুরো নাম আখন্দ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৭৮) ও স্নাতকোত্তর (১৯৮০) ডিগ্রি অর্জন করেন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। পরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে যথাক্রমে সম্মানসহ এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রায় তিন দশক তিনি অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০২০ সালে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। ২০০৪ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানেই নীতিভিত্তিক গবেষণার সূচনা করেন।
ড. হোসেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে অতিথি গবেষক ও প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।