এমন প্রেক্ষাপটে আগুনে পোড়া রোগীদের জন্য জরুরি করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডা. মো. আবু হোসেন, যিনি বর্তমানে সাতক্ষীরা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণঘাতী দুর্ঘটনার সৃষ্টি করেছে। এই ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আগুনে পুড়ে গেছেন। সারা দেশে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
পোড়ার ধরন ও চিকিৎসা
আগুনে পোড়া সাধারণত তিন ভাগে বিভক্ত:
- ফার্স্ট ডিগ্রি বার্ন (হালকা)
- সেকেন্ড ডিগ্রি বার্ন (মাঝারি)
- থার্ড ডিগ্রি বার্ন (গভীর)
প্রথম ও দ্বিতীয় ডিগ্রির পোড়াকে সুপারফিসিয়াল বার্ন বলা হয়, আর তৃতীয় ডিগ্রিকে ডিপ বার্ন।
সুপারফিসিয়াল বার্নের প্রাথমিক করণীয়
* পোড়া স্থান থেকে পরিধেয় বস্ত্র বা গয়না সরিয়ে ফেলুন
* আক্রান্ত স্থানকে ১০–১৫ মিনিট ঠান্ডা পানি বা ঝরনার নিচে রাখুন (বরফ নয়)
* সাবান দিয়ে পরিষ্কার করে সিলভার সালফাডায়াজিন জাতীয় মলম লাগান
* পরিষ্কার স্টেরাইল গজ দিয়ে ব্যান্ডেজ দিন
* ব্যথা কমাতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন সেবন করা যেতে পারে
* তরল খাবার ও স্যালাইন পানি বেশি করে পান করুন
* ফোসকা পড়লে ফাটাবেন না, নিজে থেকে সেরে উঠতে দিন
* সূর্যের আলো বা ধুলাবালু থেকে আক্রান্ত স্থান ঢেকে রাখুন
ডিপ বার্ন বা গুরুতর পোড়ার ক্ষেত্রে করণীয়
গভীর পোড়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রোগীকে হাসপাতালে নিতে হবে। প্রাথমিকভাবে যা করতে হবে:
* রোগীর শ্বাস-প্রশ্বাস সচল আছে কি না নিশ্চিত করুন, প্রয়োজনে অক্সিজেন দিন
* শিরাপথে স্যালাইন দিয়ে শরীরের তরলের ঘাটতি পূরণ
* অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপ্টিক দিয়ে সংক্রমণ প্রতিরোধ
* প্রয়োজনে অপারেশন করে মৃত টিস্যু অপসারণ
* মুখে খেতে না পারলে নলের মাধ্যমে পুষ্টি সরবরাহ
* স্কিন গ্রাফটিং (ত্বক প্রতিস্থাপন) ও অন্যান্য প্লাস্টিক সার্জারি লাগতে পারে
* পোড়ার ফলে অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেলে ফিজিওথেরাপি প্রয়োজন
* পাশাপাশি রোগীর মানসিক স্বাস্থ্যের যত্নও জরুরি
চিকিৎসকের শেষ কথা
“গুরুতর বার্ন রোগীদের চিকিৎসা দীর্ঘমেয়াদি, জটিল এবং ধৈর্যসাধ্য। চিকিৎসার পাশাপাশি রোগী ও তার পরিবারের মানসিক সাপোর্টটাও সমান গুরুত্বপূর্ণ। উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা রইল।”