59
সারাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে মোট ১,৫৮১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। এ কমিটির সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী এ কথা জানানো হয়েছে।
শনিবার (২৮ সেপ্টবের) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম জানান,“আমরা প্রাথমিক তথ্যের ভিত্তিতে ১,৫৮১ জন নিহতের তালিকা তৈরি করেছি, যা পরবর্তীতে চূড়ান্ত করা হবে এবং জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন জেলা কমিটির চূড়ান্ত যাচাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহিদ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে।” তিনি জানান, এ তালিকা ইতোমধ্যেই জেলা পর্যায়ের কমিটিতে পাঠানো হয়েছে এবং তিনদিনের মধ্যে যাচাই-বাছাই শেষ করতে বলা হয়েছে।