বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, “বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখে।” শনিবার (৮ জুলাই, ২০২৩) ‘ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) টক’-এ বক্তৃতাকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ কথা বলেন। ডিক্যাব ঢাকায় ফরেন সার্ভিস একাডেমি-তে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, “কেউ কেউ বলে আমরা চীনের দিকে ঝুঁকে পড়েছি। আপাতদৃষ্টিতে, জোর করে বলা হচ্ছে। আসলে, আমরা একটি ভারসাম্যপূর্ণ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখি। আমরা কারো প্রতি ঝুঁকে পড়িনি।” তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি স্মরণ করেন; “সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।”
আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশের লক্ষ্য হচ্ছে উন্নয়ন ও জনকল্যাণ এবং সরকার সেই লক্ষ্যেই মনোযোগ দিচ্ছে। আর, বাংলাদেশ কখনই তথাকথিত ‘চীনা ঋণের ফাঁদে’ পড়বে না।” তিনি বলেন, “এটি একটি ভুল ধারণা। কোনো কোনো পণ্ডিত এ কথা বলেন। অনেকে এটা গ্রহণ করেছে, বিশেষ করে কিছু বিদেশি প্রতিষ্ঠান। কোনো অবস্থাতেই আমরা ‘চীনা ঋণের ফাঁদে’ পড়বো না।” সূত্র : ভয়েস অব আমেরিকা বাংলা