94
তিন ধাপে হবে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে আগামী মে-জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে মোট ৩ ধাপে। এপ্রিলে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
বুধবার (১৫ মার্চ) ১৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।
সব নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।