তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে নতুন ফর্মুলা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার সংলাপে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, র্যাংক চয়েজ (পছন্দক্রমভিত্তিক ভোট) পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করা হবে।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আগে দুটি প্রস্তাব ছিল, এবার একটি সমন্বিত ফর্মুলা দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে সোমবারের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। জুলাই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, সংসদ ভাঙার ১৫ দিনের মধ্যে একটি কমিটি গঠিত হবে। কমিটি সর্বসম্মতিতে একজনকে ঠিক করলে তাকেই রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। ঐকমত্য না হলে, সরকার, বিরোধী দল ও তৃতীয় বৃহত্তম দল মিলে ১৪ জনের তালিকা তৈরি করবে।
এরপর সব পক্ষ মিলে মোট ৫ জনকে বাছাই করবে। শেষে, র্যাংক চয়েজ ভোটে যিনি সর্বাধিক ভোট পাবেন, তিনিই হবেন প্রধান উপদেষ্টা।