মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে নাটক ‘৪০৪ : নাম খুঁজে পাওয়া যায় নি’।
ফোর্থ ওয়াল থিয়েটারের প্রযোজনায় সকলের জন্য উন্মুক্ত নাট্য প্রদর্শনীটি শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মো লাহল মিয়া এবং ড্রামাতুর্গ ও পরিকল্পনায় আছেন আব্দুল মুনিম তরফদার।
একাডেমি সূত্র জানায়, ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ, আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক।