জীবনযাপন ডেস্ক
ভালোবাসা, সংসার, সন্তান—সবই আছে। তবু কেন মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে?
প্রশ্নটি যতটা সহজ মনে হয়, এর উত্তর ততটাই জটিল। শারীরিক আকর্ষণ কি একমাত্র কারণ? নাকি এর পেছনে কাজ করে মানসিক শূন্যতা, ভালোবাসার অভাব কিংবা নতুন অভিজ্ঞতার লোভ? গবেষকেরা বলছেন—পরকীয়া মূলত বহুমাত্রিক একটি বিষয়, যেখানে জড়িত মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, জৈবিক ও আর্থিক কারণ।
বিশ্বজুড়ে গবেষণা কী বলছে
কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় ও ইনফিডেলিটি রিকভারি ইনস্টিটিউট–এর গবেষণায় দেখা গেছে, মানুষ শুধু শারীরিক আকর্ষণের কারণে নয়, অনেক সময় ভালোবাসা বা গুরুত্ব না পাওয়া, কৌতূহল কিংবা মানসিক সমস্যার কারণেও পরকীয়ায় জড়ায়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড–এর গবেষক ডিলান সেলটারম্যান বলেন, “মানুষ শুধু সঙ্গীর প্রতি অসন্তুষ্ট বলেই নয়, কখনো কখনো নতুন অভিজ্ঞতার আকর্ষণ থেকেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে।”
এদিকে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির কিনসি ইনস্টিটিউট–এর গবেষক ড. জাস্টিন লেমিলার তাঁর আলোচিত বই Tell Me What You Want–এ লিখেছেন, “পরকীয়া সব সময় অসুখী দাম্পত্যের ফল নয়। অনেক সময় সুখী দম্পতির একজনও বৈচিত্র্য বা উত্তেজনার খোঁজে সম্পর্কের বাইরে পা বাড়াতে পারেন।”
কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির অ্যামি রোকাচ মনে করেন, “পরকীয়া সব সময় স্বার্থপরতা নয়, এটি অনেক সময় মানুষের একাকিত্ব বা মানসিক শূন্যতা পূরণের চেষ্টা।”
গবেষণায় পাওয়া প্রধান কারণগুলো
- দাম্পত্য সম্পর্কে অসন্তুষ্টি – বোঝাপড়ার অভাব, অবহেলা বা শারীরিক সম্পর্কে অসন্তুষ্টি মানুষকে অন্য সম্পর্কে ঠেলে দেয়।
- রোমাঞ্চ ও নতুনত্বের খোঁজ – ‘একঘেয়ে’ সংসার থেকে বেরিয়ে নতুন অভিজ্ঞতার টান। (তবে গবেষণা বলছে, এ ধরনের সম্পর্ক সাধারণত ৩ মাস থেকে ২ বছরের বেশি টিকে না।)
- মানসিক স্বস্তি ও মুক্তি – দায়িত্ব ও দুশ্চিন্তার ভারে ক্লান্ত মানুষ সম্পর্কের বাইরে আশ্রয় খোঁজে।
- ডেটিং অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম – প্রযুক্তি গোপন পরিচয়ে সম্পর্ক গড়ে তোলা সহজ করে দিয়েছে।
- কর্মস্থলের ঘনিষ্ঠতা – দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে সহকর্মী থেকে প্রেমিক/প্রেমিকা হয়ে ওঠা অস্বাভাবিক নয়।
- বারবার প্রেমে পড়ার স্বভাব – কেউ কেউ অভ্যাসবশত নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন।
- মানসিক স্বাস্থ্য সমস্যা – যেমন পিটিএসডি বা বাইপোলার ডিজঅর্ডার সম্পর্ক টিকিয়ে রাখতে বাধা দেয়।
- স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষা – সামাজিক মর্যাদা বা আর্থিক সুবিধার জন্যও কেউ কেউ বিবাহবহির্ভূত সম্পর্কে যান।
- অল্প বয়সে বিয়ে – ২০ বছরের আগেই বিয়ে হলে ভবিষ্যতে পরকীয়ার প্রবণতা বেড়ে যায়।
- শৈশবের ট্রমা – ঝগড়াটে পরিবারে বেড়ে ওঠা সন্তানরা বড় হয়ে অনেক সময় একই চক্রে জড়িয়ে পড়েন।
- প্রতিশোধপরায়ণতা – অতীতে প্রতারিত হলে কেউ নতুন সম্পর্কে গিয়ে নীরব প্রতিশোধ নেয়।
- অভ্যাসগত প্রতারণা – গবেষণায় দেখা গেছে, একবার প্রতারণা করলে তা পুনরায় করার প্রবণতা প্রবল হয়।