বিশেষ প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। উপাচার্যের আলোচনার আশ্বাসের পর রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শেষ হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিভিন্ন হলের সামনে গিয়ে মাইকিং করে কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান। পরে উপাচার্যের বাসভবনের সামনে পৌঁছে ছয় দফা দাবি তুলে ধরেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো:
সব হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা।
রাজনৈতিক কর্মকাণ্ড ও র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তির রূপরেখা প্রণয়ন।
দ্রুত হল সংসদ গঠন করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা।
রাজনৈতিক সংগঠনের উপহারসামগ্রী শুধুমাত্র হল প্রশাসনের মাধ্যমে বিতরণ এবং তাতে সংগঠনের নাম বা চিহ্ন ব্যবহার না করা।
হলের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ করা।
মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
বিক্ষোভকারীদের অভিযোগ, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। তারা দাবি করেন, হলে র্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি ফেরানোর আশঙ্কায় এই আন্দোলনে নেমেছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ হলের শিক্ষার্থী শরিফুল আলম বলেন, “ক্যাম্পাসে রাজনীতি থাকুক, কিন্তু হলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চাই না। র্যাগিং ও গেস্টরুম কালচার ফিরতে দেওয়া যাবে না।”
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, রোববার প্রশাসনিক সভায় শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।