বিশেষ প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে রোববার। গত ২৬ আগস্ট থেকে শুরু হওয়া ১৩ দিনের প্রচারণায় বড় কোনো অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেনি।
বিভিন্ন প্যানেলের ইশতেহারে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ করে গণরুম-গেস্টরুম সংস্কৃতির স্থায়ী অবসানের অঙ্গীকার করেছে একাধিক প্যানেল। প্রার্থীরা জানিয়েছেন, তারা নির্বাচিত হলে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে গণতান্ত্রিক মূল্যবোধে কাজ করবেন।
প্রচারের শেষ দিনে ছাত্রদলের প্যানেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় শপথ পাঠ অনুষ্ঠান করে। সেখানে ২০৫ জন প্রার্থী অংশ নেন। তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, প্রতিপক্ষকে সম্মান করা, এবং জোরপূর্বক রাজনৈতিক কার্যক্রম চাপিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, বামপন্থী সংগঠনগুলোর সমর্থনে গঠিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু হুইলচেয়ারে করে ক্যাম্পাসে এসে সংবাদ সম্মেলনে যোগ দেন। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান ভোট দিতে এসে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করার জন্য।
গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ভোট কেনা-বেচার প্রবণতা থেকে দূরে থেকে বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, কে বাস্তবে তাদের পাশে দাঁড়িয়েছে, সেটিই বিবেচ্য হওয়া উচিত।
এ ছাড়া ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও ক্যাম্পাসে প্রচার চালান এবং সংবাদ সম্মেলন করে জানান, তারা সব দল-মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান।