বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার (৩১ আগস্ট) বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত এলাকায় আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে ওই এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত ও অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে চলাচল করতে পারবেন না।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে শনিবার রাত সোয়া ১২টা থেকে রবিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের টানা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সূত্রপাত ঘটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ান মারধর করার ঘটনাকে কেন্দ্র করে।