যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা তার দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সর্বনিম্ন।
রয়টার্স/ইপসস পরিচালিত তিনদিনব্যাপী এক জরিপে দেখা গেছে, অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে জনগণের উদ্বেগই এই সমর্থনহ্রাসের প্রধান কারণ। জরিপে অংশ নেন এক হাজার জন প্রাপ্তবয়স্ক মার্কিনি।
জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের ৮৩ শতাংশ ট্রাম্পের কাজকে সমর্থন করলেও ডেমোক্র্যাটদের মধ্যে এ হার মাত্র ৩ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের এক-তৃতীয়াংশ ট্রাম্পের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
অর্থনীতি নিয়ে সন্তুষ্ট ৩৮ শতাংশ মার্কিনি, যা আগের ৩৫ শতাংশ থেকে কিছুটা বৃদ্ধি। অভিবাসন নীতিতেও অনুমোদন বেড়ে দাঁড়িয়েছে ৪৩ শতাংশে।
তবে সামগ্রিকভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় নিম্নগতি স্পষ্ট, যা তার প্রশাসনের জন্য আগামী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে।
সূত্র: রয়টার্স, ইপসস