রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী আফটার শকের ফলে জাপানে সৃষ্ট সুনামি পরিস্থিতি ২৪ ঘণ্টারও বেশি স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
বুধবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সর্বপ্রথম ১২ ফুট উচ্চতার ঢেউ হানা দেয় হোক্কাইডো দ্বীপে। এরপর জাপানের বিভিন্ন উপকূলে ২–৩ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে।
সতর্কতা হিসেবে হোক্কাইডো, কানাগাওয়া, ওয়াকায়েমা-সহ ২১টি প্রশাসনিক অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
সুনামির কারণে স্থবির হয়ে পড়েছে জাপানের কিছু পরিবহন ব্যবস্থা। বন্ধ রয়েছে সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর ও কিছু ফেরি চলাচল।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, জোয়ারের সময় ঢেউয়ের উচ্চতা ও ধ্বংসক্ষমতা আরও বাড়তে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র: সিএনএন, রয়টার্স