নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক অপহরণ হয়েছেন। অপহরণের ১০ দিন পেরিয়ে গেলেও সন্ধা মেলেনি এখনও। উৎকণ্ঠায় দিন কাটছে যুবকের পরিবারের। তাঁর খোঁজে হন্যে হয়ে পুলিশের কাছে বারবার যাচ্ছেন স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা।
নিখোঁজ হওয়ার পরপরই তার পরিবার ১৯ জুলাই স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরদিন, ২০ জুলাই খিলগাঁও থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন তার স্ত্রী তানজিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ১০ দিন পেরিয়ে গেলেও সিফাতের কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সূ্ত্রে জানা গেছে, নিখোঁজের পরদিন দুটি ভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে সিফাতকে অপহরণ করা হয়েছে জানিয়ে ১৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে নগদের মাধ্যমে অর্থ পরিশোধ করলেও ওই নম্বরগুলো বর্তমানে বন্ধ রয়েছে বলে জানায় পরিবার। বিষয়টি পুলিশকে জানানো হলেও উদ্ধার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই।
সিফাতের স্ত্রী বলেন, “সে খুবই নিরীহ, দায়িত্ববান ও সৎ মানুষ। এমন নিখোঁজ হওয়ার মতো কোনো কারণ নেই। আমরা প্রতিদিন আতঙ্কে কাটাচ্ছি।” পরিবারের দাবি, এটি নিছক গুম নয়, বরং অপহরণ করে অর্থ আদায়ের ষড়যন্ত্র হতে পারে।
সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুরনবীর ছেলে। স্ত্রীসহ তিনি ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।
সিফাতের স্ত্রী তানজিলা আক্তার জানান, ল্যাপটপ মেরামতের জন্য রাজধানীর এলিফেন্ট রোডের মাল্টিপ্লান মার্কেটে গিয়েছিলেন সিফাত। সেখান থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন বলে জানিয়েছিলেন। সন্ধ্যায় তাঁর মুঠোফোনে কল দিয়ে মালিবাগে বলেও জানিয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেননি তিনি। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর আর সন্ধান পাওয়া যায়নি।
নাইমুর রহমান সিফাতের সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।