বিডিআউটলুক ডেস্ক
দীর্ঘ টানাপোড়েনের পর ফের ঘনিষ্ঠ হচ্ছে ভারত ও মালদ্বীপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদ্বীপ সফরে প্রতিরক্ষা, বাণিজ্য ও মুক্ত বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশ একে অপরকে ‘বিশ্বস্ত অংশীদার’ হিসেবে উল্লেখ করেছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু অতীতে ‘ইন্ডিয়া আউট’ প্রচার করে ক্ষমতায় এলেও এখন ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্বীকার করছেন। সফরে ভারত প্রায় ৪,৮৫০ কোটি টাকার লাইন অব ক্রেডিট সম্প্রসারণের ঘোষণা দেয়, যা স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা ও আবাসন খাতে ব্যয় হবে। মুইজ্জু ক্ষমতায় আসার পর ভারতীয় সেনা প্রত্যাহার ও চীন ঘনিষ্ঠতার ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে অভ্যন্তরীণ চাপ, উন্নয়ন ব্যর্থতা এবং ভারতের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কারণে মালদ্বীপ এখন আবার দিল্লিমুখী। বিশেষজ্ঞরা বলছেন, চীনের যথেষ্ট সহায়তা না পেয়ে মালদ্বীপ আবার ভারতের দিকে ফিরছে। অন্যদিকে ভারতও চীনের প্রভাব ঠেকাতে এবং ‘নেইবার ফার্স্ট’ নীতির অংশ হিসেবে মালদ্বীপকে পাশে রাখতে চায়।