চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় আইন অলিম্পিয়াডে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের দুইটি দলের গর্বিত অংশগ্রহণ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের দুইটি দল গর্বের সাথে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ SCLS National Law Olympiad Season 5.0-এ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া ৭০টিরও বেশি রিসার্চ সাবমিশনের মধ্য থেকে বাছাইকৃত একটি প্রতিযোগিতাপূর্ণ লিখিত রাউন্ড অতিক্রম করে তারা এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
মেহেদী হাসান এবং মো. রকিবুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত একটি দল তাদের গবেষণা প্রবন্ধ “The Price of Survival: Mobilizing Climate Finance for Vulnerable Nations” উপস্থাপন করে, যা গবেষণা প্রবন্ধ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে।
অন্যদিকে, রাবিউল বারী এবং মার্জিয়া আতিয়া তাদের গবেষণা “Greening the Constitution: The Case for Environmental Rights in Bangladesh” উপস্থাপন করে, যা ১৮তম স্থান অর্জন করে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ সবসময় শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও বাস্তব জীবনের আইনগত দক্ষতা গড়ে তোলায় বিশ্বাসী।