এশিয়া প্যাসিফিক সামার প্রোগ্রাম (APSP) ২০২৫ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) প্রাণবন্ত পরিবেশে শুরু হয়েছে। তাজিকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, ফিলিস্তিন, ভারত, রাশিয়া, নাইজেরিয়া, সোমালিল্যান্ড, সিয়েরা লিওন এবং বাংলাদেশ—এই ১০টি দেশের ৩৩ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন এ বছর।
প্রোগ্রাম শুরু হয় ‘আইস-ব্রেকিং’ ও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক একটি ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে। এরপর অংশগ্রহণকারীরা সামাজিক ব্যবসা মডেল কীভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে তা নিয়ে আলোচনা করেন এবং উদ্দেশ্যনির্ভর উদ্ভাবনের ধারণা সম্পর্কে জানতে পারেন।

অনেকে আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কীভাবে বিশ্ব গণমাধ্যমকে বদলে দিচ্ছে তা নিয়েও বিশ্লেষণ করেন। এছাড়া মোবাইল জার্নালিজম এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে গল্প বলার হাতে-কলমে প্রশিক্ষণও গ্রহণ করেন তারা।
শুধু একাডেমিক চর্চা নয়, অংশগ্রহণকারীরা খেলাধুলা, আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক বন্ধনও গড়ে তুলছেন।
“Together, a Great Summer”—এই স্লোগানকে সামনে রেখে APSP-2025 শুরু হয়েছে ১৯ জুলাই এবং চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে DIU-এর সবুজে ঘেরা প্রাণবন্ত ক্যাম্পাসে।