তিন দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২৪ জুলাই শুরু হয়েছে। ধানমন্ডিস্থ ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ার-এ আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম. আর. কবির।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফারিদ এ. সোবহানী উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
এই আন্তর্জাতিক কর্মসূচির আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং এটি আয়োজন করা হয়েছে অ্যাসোসিয়েশন অব দ্য ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP) এর সহযোগিতায়।
এই প্রোগ্রামে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, জাপান, তুরস্ক, সুইডেন, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ নানা দেশের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন।

ইস্টার্ন ইউনিভার্সিটি এমন একটি আন্তর্জাতিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একাডেমিক নেতৃত্ব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষভাবে ধন্যবাদ ও প্রশংসা জানানো হয় প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির, পরিচালক, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (HRDI)—যিনি এই আন্তর্জাতিক আয়োজনকে বাস্তবায়নে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।