চাঁদে মানুষের বসবাসের স্বপ্ন নতুন কিছু নয়। বহু বছর ধরেই এই বিষয়ে চলছে গবেষণা। এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চীনা বিজ্ঞানীরা এক যুগান্তকারী প্রযুক্তির সন্ধান দিয়েছেন। সম্প্রতি জুল জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, চাঁদের মাটি থেকেই পানি ও জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।
চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, শেনজেনের গবেষক লু ওয়াং জানান, তাঁরা চাঁদের কার্বন ডাই-অক্সাইড থেকে পানি উৎপাদনের একটি পরীক্ষায় সফল হয়েছেন। সেই সঙ্গে একটি নতুন প্রযুক্তির সাহায্যে একই গ্যাস থেকে অক্সিজেন ও জ্বালানিও তৈরি করা সম্ভব হয়েছে।
এই উদ্ভাবন সফল হলে ভবিষ্যতে চাঁদে অবকাঠামো গড়ে তোলা অনেক সহজ হবে। পানি, অক্সিজেন ও জ্বালানি চাঁদেই উৎপাদন করা গেলে পৃথিবী থেকে এসব সরবরাহের প্রয়োজন অনেক কমে যাবে, ফলে খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
উল্লেখযোগ্য যে, বর্তমানে চাঁদে এক গ্যালন পানি পাঠাতে খরচ হয় প্রায় ৮৩ হাজার ডলার। অথচ একজন মহাকাশচারীর দৈনিক চার গ্যালন পানির প্রয়োজন হয়। অতীতে চাঁদের মাটি থেকে পানি উত্তোলনের প্রক্রিয়া ব্যয়বহুল ও জটিল হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
নতুন প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশচারীদের নিঃশ্বাসের মাধ্যমে নির্গত কার্বন ডাই-অক্সাইডকে রূপান্তর করছেন কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসে, যেগুলো পরবর্তীতে জ্বালানি ও অক্সিজেন তৈরিতে ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি সূর্যের আলোকে তাপশক্তিতে রূপান্তর করে এই রূপান্তর প্রক্রিয়া পরিচালনা করে।
এই প্রযুক্তি বর্তমানে ল্যাব পর্যায়ে পরীক্ষা করা হয়েছে। গবেষকেরা আগামীতে চাঁদের পৃষ্ঠে সরাসরি এর কার্যকারিতা যাচাই করার পরিকল্পনা করছেন।
চাঁদকে মহাকাশ ভ্রমণের ‘স্টপিং পয়েন্ট’ বা ফাঁড়ি হিসেবে ব্যবহারের চিন্তা করছে অনেক মহাকাশ সংস্থা। চীনা বিজ্ঞানীদের এই উদ্ভাবন সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা জাগাচ্ছে।
সূত্র: এনডিটিভি