জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য
শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে শুরুতে হেরে গেলেও পরের দুটি ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।
এই ঐতিহাসিক সাফল্য উৎসর্গ করা হয়েছে দেশের গৌরবময় ইতিহাসের অংশ—জুলাই মাসের অভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের স্মরণে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেন,
“এই সিরিজ জয় আমরা শহীদদের উদ্দেশে উৎসর্গ করছি। তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা দেয়।”
তিনি আরও বলেন,
“সাম্প্রতিক সময়গুলোতে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে সেরাটা দিতে পারিনি। তবে এই সিরিজে প্রত্যেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ। আজ যদি টস জিততাম, তাহলে আগে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং ইউনিট ছিল বেশ ধারালো।”
প্রবাসে এই অর্জনের তাৎপর্য তুলে ধরে লিটন বলেন,
“শ্রীলংকার মাটিতে এই জয় বাংলাদেশের জন্য এক বড় অর্জন। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। সামনে আমাদের আরও বড় স্বপ্ন রয়েছে, এই জয় সেই পথচলায় সাহস দেবে।”
আজকের ম্যাচে মেহেদি হাসান মিরাজের পরিবর্তে শেখ মেহেদিকে খেলানো প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন,
“আমার মনে হয়েছে এই উইকেট শেখ মেহেদির জন্য উপযুক্ত। সে সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে। মিরাজও দারুণ খেলোয়াড়, তবে কন্ডিশনের কথা ভেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাদেশ দলের এই ঐতিহাসিক জয় কেবল ক্রিকেটের সাফল্য নয়—এটি এক গর্বিত মুহূর্ত, যা দেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকবে দীর্ঘদিন।