বিশ্বকাপ শিরোপা জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আরকেটি বিশ্বকাপে খেলবেন কিনা সে সিদ্ধান্ত লিওনেল মেসির ওপর নির্ভর করছে। রোববার বিশ্বকাপ ফাইনালে অনেক নাটকীয়তার পর ফ্রান্সের বিপক্ষে জয়ের আনন্দে এখন মাতোয়ারা দক্ষিন আমেরিকার দেশটি।
লুসাইল স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগ প্রবণ হয়ে পড়া আর্জেন্টাইন কোচ দেশকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেয়া খেলোয়াড়দের প্রশংসা করেন। টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে জয়লাভ করে। এর আগে ৩-৩ গোলে ড্র হয় নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা। যেখানে কিলিয়ান এমবাপ্পে হ্যাট্রিক করেন। অপরদিকে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করা ৩৫ বছর বয়সি মেসি করেছেন দুটি গোল।
এ পর্যন্ত সাত বারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী এই তারকা টুর্নামেন্টের শুরুতে বলেছিলেন কাতার হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে কোচ স্কালোনি বলেছেন বল মেসির কোর্টে। যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা জানতে চাইলে জবাবে আর্জেন্টাইন কোচ সাংবাদিকদের বলেন, অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন মেসি নিজে। সূত্র : বাসস
‘নিজেই সিদ্ধান্ত নেবেন মেসি’
129