152
পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। শুধু দেশ হিসেবে নয় আরব বা আফ্রিকান কোন দেশ হিসেবে প্রথম বিশ্বকাপের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে এটলাস লায়ন্সরা।
কাতারের আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠে মরক্কান সমর্থকরা। বিদ্যুৎগতিতে খবরটি ছড়িয়ে পড়ে মরক্কোর রাজধানী কাসাবালাঙ্কায়। আল জাজিরা জানায়,‘ শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে নেমে পড়ে নগরবাসী। নেচে গেয়ে উদযাপন শুরু করে তারা।’ যেটি রাতভর চলবে বলে জানান আলজাজিরার মরক্কো প্রতিনিধি নিস হক। তিনি বলেন, মানুষ রাজপথকেই বেঁছে নিয়েছে বিজয় উৎযাপনের মুল স্থান হিসেবে।
সূত্র : বাসস