উত্তেজনাপুর্ন ম্যাচে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া পেনাল্টিতে ৪-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র হবার পর অতিরিক্তি ৩০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ম্যাচের ফলাফল।
অতিরিক্ত সময়ে নেইমারের দেয়া গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি পাঁচ বারের বিশ^ চ্যাম্পিয়নদের। অতিনিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে নেইমারের চমক দেখানো গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার হয়ে গোলটি পরিশোধ করে দেন ব্রুনো পেটকোভিচ। ফলে টাইব্রেকারে যায় ম্যাচটি। আর টাইব্রেকারে অতীতের ধারাবাহিকতা রক্ষা করে জয়লাভ করে ক্রোয়েশিয়া।
সূত্র : বাসস