আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে যৌথ উদ্যোগ, গ্লোবাল জ্ঞান ও গবেষণায় নতুন দিগন্তের উন্মোচন
ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দি গাম্বিয়া—এই দুই আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২২ জুলাই এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এ স্মারকের আওতায় যৌথভাবে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা আগামী ২৫ অক্টোবর ২০২৫ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন—ইস্টার্ন ইউনিভার্সিটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডিস্টিংগুইশ প্রফেসর ড. মো. আব্বাস আলী খান এবং IOU, দি গাম্বিয়ার রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক প্রফেসর ড. আফরোজা বুলবুল।
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন IOU, দি গাম্বিয়ার ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান (যুক্তরাজ্য থেকে) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শফিকুর রহমান (অস্ট্রেলিয়া থেকে)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সম্মেলনের লক্ষ্য ও গুরুত্ব
আসন্ন এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হবে। এটি বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
এ উদ্যোগের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহযোগিতা, যৌথ প্রকাশনা, শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিকীকরণে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।