২৭ রানে অলআউট
মাত্র ২৭ রানে অলআউট—এ যেন স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪.৩ ওভারেই গুঁড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজের দল যে এমন ব্যাটিং বিপর্যয়ের শিকার হবে, তা কল্পনাও করেননি কেউ। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস্টনের উইকেটে একের পর এক উইকেট হারিয়ে ধসে পড়ে গোটা দল। সাতজন ব্যাটার শূন্য রানে আউট হন, মাত্র একজন পৌঁছান দুই অঙ্কে।
এই লজ্জাজনক পরাজয়ের পর কাঁপছে গোটা ক্যারিবিয়ান ক্রিকেট। তীব্র প্রতিক্রিয়া এসেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) থেকে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে বোর্ড। সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কিংবদন্তি সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দ্রপল ও ডেসমন্ড হেইনসকে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো জানিয়েছেন, ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটির’ বিশেষ বৈঠকে উপস্থিত থাকবেন এই সাবেক তারকারা। ব্যাটিং বিপর্যয়ের গভীরে গিয়ে বিশ্লেষণ করবেন তাঁরা। দেবেন প্রয়োজনীয় পরামর্শও।
কিশোর শ্যালো বলেন, “এই সাবেকরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গর্ব। তারা একসময় অসাধারণ দল গড়ে তুলেছিলেন। তাঁদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি আমাদের এখন সবচেয়ে প্রয়োজন। তাঁদের মতামতের ভিত্তিতেই আমরা পরবর্তী পরিকল্পনা নেব।”
তিনি আরও বলেন, “এই পরাজয় শুধু হতাশার নয়, যন্ত্রণার। দেশের মানুষের মতো আমিও গভীর কষ্টে আছি। কয়েক রাত হয়তো ঘুমানো সম্ভব হবে না। খেলোয়াড়দের কাছেই সবচেয়ে বড় দায়। কিন্তু আমরা ভেঙে পড়তে চাই না। এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে।”
ভবিষ্যতের দিক নির্দেশ করে শ্যালো বলেন, “এটা ভাঙনের সময় নয়, এক হওয়ার সময়। সাবেক-বর্তমান ক্রিকেটার, কোচ, কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সামনে এগোতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর দিতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে। পুরনো সেই আত্মবিশ্বাস ও ক্রিকেট উন্মাদনা ফিরিয়ে আনতেই আমাদের নতুন করে দল গড়তে হবে।”
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যেন আরেকবার মাথা উঁচু করে দাঁড়ায়—এটাই এখন কিশোর শ্যালো ও পুরো ক্যারিবিয়ান ক্রিকেট পরিবারের চাওয়া।