‘সঠিক পথে এগোচ্ছে দেশ’— মন্তব্য দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। তিনি বলেন, “প্রায় এক বছর আগেও যে কঠিন পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল, বাংলাদেশ এখন তা সফলভাবে মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে।”
গতকাল রোববার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-এর সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, “বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে— বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো। আমরা সঠিক পথে এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “এক বছর আগে আমরা শঙ্কিত ছিলাম— পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। কিন্তু এখন বিশ্বব্যাংকও মনে করছে, বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।”
বিশ্বব্যাংকের নজরে বাংলাদেশের অগ্রগতি
অর্থ উপদেষ্টা জানান, জোহানেস জুট বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্প ও বাজেট সহায়তা সম্পর্কেও ভালোভাবে অবহিত। তিনি আর্থিক খাত, বৈদেশিক লেনদেন (পেমেন্ট ব্যালেন্স) ও বৈদেশিক মুদ্রা পরিস্থিতির স্থিতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা বিশেষভাবে বেসরকারি খাতের প্রসার এবং বিদেশি বিনিয়োগ (FDI) আকর্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপে অনেক দেশ অর্থনৈতিক চাপে থাকলেও বাংলাদেশের স্থিতিশীল প্রবৃদ্ধি ও বৈদেশিক সহায়তা দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে।