12
সরকার চলতি বছরের জুলাই থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে নির্ভরযোগ্য আয়ের উৎস হারানোর আশঙ্কায় পড়েছেন মধ্যবিত্ত ও পেনশনভোগী অনেক পরিবার।
নতুন হার অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা কমিয়ে ১১.৯৩ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ১২.৫০ শতাংশ। অন্যান্য সঞ্চয়পত্রেও একইভাবে সুদের হার কমানো হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ-এর শর্ত পূরণ এবং ব্যাংক খাতে তারল্য ধরে রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে পেনশনের টাকা বা সীমিত আয় দিয়ে জীবন নির্বাহ করা মানুষের ওপর সরাসরি আর্থিক চাপ তৈরি হবে। তারা সরকারের কাছে বিকল্প সহায়তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।