শেষ মুহূর্তের নাটকীয় গোলে সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালকে ৩-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ম্যাচের অন্তিম সময়ে তৃষ্ণা রানীর করা জয়সূচক গোলেই উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ। অষ্টম মিনিটে জয়নব বিবির লং শট প্রতিহত করেন নেপালের গোলরক্ষক সুজাতা তামাং। এরপর ১৩তম মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৬ মিনিটে সাগরিকার গোলে ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল।
তবে দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরে যায়। ৫৫ মিনিটে সাগরিকা ও নেপালের সিমরান রায় হাতাহাতিতে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন। দুই দলই ১০ জন করে খেলতে থাকে। এর মাঝে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেপালের আনিশা রায়। ৮৭ মিনিটে মিনার গোলে সমতায় ফেরে তারা।
সবার মনে যখন ড্রয়ের আশঙ্কা, তখনই ৯০ মিনিটের শেষ লগ্নে উমেলা মারমার পাস থেকে তৃষ্ণা রানীর দুর্দান্ত শটে আসে জয়সূচক গোল। ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল। অন্যদিকে, নেপাল প্রথম ম্যাচে ভুটানকে ৬-১ গোলে হারালেও আজ হোঁচট খেল।
উল্লেখ্য, চারটি দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা রাউন্ড রবিন লিগ ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন। বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে এবারও শিরোপার পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে লাল-সবুজের মেয়েরা।