চলতি বছরের জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৩৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু রোববার (২৫ জানুয়ারি) এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭০৮ কোটি টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স ৫৬ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
এদিকে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৮৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ৫৪৫ কোটি ৩০ লাখ ডলার।
বিশেষজ্ঞদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসীদের আস্থার উন্নতির ফলেই এই ইতিবাচক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
২৫ দিনে রেমিট্যান্স ২৬১ কোটি ডলার
4