স্টাফ রিপোর্টার
রাজধানীর পান্থপথে কনসেপ্ট টাওয়ারে আজ বুধবার ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এইআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। এক ছাদের নিচে আধুনিক প্রযুক্তিনির্ভর সকল প্রকার প্রকৌশল ও স্থাপত্য গ্রাহকসেবা সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে এই সেন্টার কার্যক্রম শুরু করল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াসম্রাট ও প্রকৌশলী জগলুল হায়দার । তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “গ্রাহকসেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও নির্ঝঞ্জাট করতে এইআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার একটি যুগান্তকারী সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে গ্রাহকরা একই ছাদের নিচে বহুমুখী সেবা পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব বোরহান ফয়সাল,দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহাদী, ঢাকা মেডিকেল কলেজের ডা. তানভীর মাহমুদ তাওহীদ, ডা. ইমাম হোসেন মামুন,প্রকৌশলী সাজ্জাদ হোসেন, আর্কিটেক ইব্রাহিম আর রাদ প্রমুখ।
বিশেষ অতিথি বোরহান ফয়সাল বলেন, “এ উদ্যোগ ব্যবসা ও শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনবে। এতে সময় বাঁচবে, সেবার মান বাড়বে এবং গ্রাহকদের আস্থা দৃঢ় হবে।”
এইআই ওয়ান স্টপ সার্ভিস-এর প্রতিষ্ঠান প্রধান প্রকৌশলী আলাউদ্দিন আদর জানান, বাংলাদেশে আমরাই প্রথম এই উদ্যোগটি নিয়েছি। নতুন এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে গ্রাহকরা খুব সহজে অল্প খরচে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সব পরামর্শ, সেবা ও সহায়তা পাবেন এক ছাদের নিচে। এতে ভোগান্তি যেমন কমবে, তেমনি সেবার মান ও গতি বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে এইআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।