সুব্রত চৌধুরী, নিউজার্সি থেকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বেলাল উদ্দিন, মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ এবং গীতা থেকে পাঠ করেন গৌতম নাগ। পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ কামাল মনজু, মো. বেলাল হোসেন, ঝুলন পাল, সিরাজুল ইসলাম, রওশনউদ্দীন, সারোয়ার হোসাইন সুমন, গফুর মিয়া, সিরাজুল হক, শেখ আমিন, মুক্তাদির রহমান, আবু নসর, মিজানুর রহমান, আনিসুর রহমানসহ অনেকে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ বাংলাদেশে জাতীয় শোক দিবস পালনের ক্ষেত্রে নানা বাধা তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধ্বংসের চেষ্টা চলছে, তাঁর বাড়িতে শ্রদ্ধা জানানোর সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এসব হীন অপচেষ্টার তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন বাংলাদেশের স্থপতি নন, তিনি বিশ্ব দরবারে এক বরেণ্য বীর। শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে, তা বিশ্ব সহজভাবে গ্রহণ করতে না পেরে বারবার তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু মৃত্যুর অর্ধশতাব্দী পরও জীবন্ত, অম্লান এবং চিরঞ্জীব। তাঁর অবদানকে খাটো করে বাংলাদেশ এগোতে পারবে না। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।