নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অর্ধশতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত ৩৯ জন দেশে ফেরত এসেছেন।”
যুক্তরাষ্ট্রে অভিবাসন আইনের কড়াকড়ি ও বাস্তবায়ন জোরদারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সেই প্রেক্ষিতেই এই ৩৯ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্র অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। অভিবাসন সংক্রান্ত নানা জটিলতা এবং নথিপত্রের অনিয়মের কারণে অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আটক কিংবা ফেরত পাঠানোর মুখে পড়ছেন।