সুব্রত চৌধুরী, নিউজার্সি থেকে
নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদ্যাপিত হয়েছে। ১৫ ও ১৬ আগস্ট, শুক্রবার ও শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বরের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করা হয়।
আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচরণ, নামকীর্তন, গীতাপাঠ, কৃষ্ণপূজা, ধর্মীয় সংগীত পরিবেশন, ধর্মসভা ইত্যাদি।
দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।

ধর্মসভায় উত্তম দাশ-এর সঞ্চালনায় আলোচনা করেন কনিকা দত্ত, ফুলু চক্রবর্তী, প্রদীপ দে, রতন ভট্টাচার্য, পুলক চৌধুরী প্রমুখ।
পুরোহিত সুভাষ চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী কৃষ্ণপূজা সম্পাদন করেন।

শান্তি, কল্যাণ ও মানবতাবোধের শক্তিতে প্রাণিত হয়েই উগ্র সাম্প্রদায়িকতা, অসত্য ও অন্যায়ের অবসান সম্ভব’, এই পুণ্যতিথিতে সেই শুভ কামনাই ছিল ভক্তকুলের অন্তরে।
বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাঁদের সবার মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক স্বরূপ দাশ জন্মাষ্টমী উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।