বিনোদন প্রতিবেদক
নতুন সুফি সংগীত নিয়ে শ্রোতাদের সামনে এলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহিম ফয়সাল। তার গাওয়া নতুন গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ সম্প্রতি চিত্রায়িত হয়েছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের নয়নাভিরাম লোকেশনে। গানটির কথা লিখেছেন সাঈদ চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
এই গানটি বাংলা, ইংরেজি ও আরবি—তিনটি ভাষায় তৈরি করা হয়েছে, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। গানের চিত্রায়নে ধরা পড়েছে শ্রীমঙ্গলের সবুজ প্রকৃতি, পাহাড়, চা-বাগান ও শান্ত পরিবেশের অপূর্ব সৌন্দর্য।
গানের নির্মাণ নিয়ে ফাহিম ফয়সাল বলেন, “অনেকদিন ধরে এই গানটি নিয়ে ভাবছিলাম। পরিকল্পনা ছিল এমন একটি প্রাকৃতিক ও শান্ত পরিবেশে গানটির শুটিং করবো, যা দর্শকের চোখে শান্তি এনে দেবে। বিভিন্ন জায়গা ঘুরে শেষে শ্রীমঙ্গলকেই বেছে নিই, কারণ এই সময়টায় ওখানে আবহাওয়াও চমৎকার থাকে। গানটির প্রতিটি দৃশ্য যেন প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে, সে চেষ্টাই করেছি।”
তিনি আরও বলেন, “শিল্পীদের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা চাই শ্রোতাদের জন্য ভালো কিছু করতে। এই গানটির কথা, সুর, গায়কী এবং ভিজ্যুয়াল—সবকিছুর মধ্যেই একধরনের আত্মিক প্রশান্তি রয়েছে বলে আমি মনে করি। আশা করছি গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”
‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ গানটির অডিও এখন শোনা যাবে স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে।
এই সুফি সংগীতের মাধ্যমে ফাহিম ফয়সাল তার শ্রোতাদের জন্য আধ্যাত্মিকতা আর সংগীতের এক অপূর্ব মেলবন্ধন তুলে ধরেছেন।