বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি শুধু সিনেমার পর্দায় নয়, ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির জন্যও প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি ছেলের জন্মদিনে জমকালো আয়োজন করে ভক্তদের চমকে দেন তিনি। সেখানে সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা গুঞ্জন।
এরপর ছুটি কাটাতে সমুদ্রবিলাসে গিয়ে আবারও গোলাম হোসেনকে নিয়ে ছবি শেয়ার করেন পরীমনি। ছবির ক্যাপশনে লিখেন— “ঘোরাঘুরি।” এর মধ্যেই মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নতুন একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, পরীমনি গোলাম হোসেনের কাঁধে হাত রেখে খুনসুটিতে মেতে উঠেছেন, ক্যামেরার সামনে উচ্ছ্বসিত ভঙ্গিতে পোজ দিয়েছেন দুজন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন— “ভাই।”
তবে এই ভিডিও নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে তীর্যক মন্তব্য শুরু হয়েছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন— “এ কেমন ভাই? নাকি পরীমনির জীবনে নতুন অধ্যায় শুরু হলো?”
উল্লেখ্য, গোলাম হোসেন শুধু পরীমনির সহকর্মীই নন, তিনি একজন কস্টিউম ডিজাইনারও। প্রায় সব আয়োজনেই তাকে পরীমনির পাশে দেখা যায়। এর আগে এক ভিডিওতে পরীমনি গোলাম হোসেনকে আলিঙ্গন ভঙ্গিতে ধরে ক্যাপশনে লিখেছিলেন— “হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।” সেটি ভাইরাল হতেই হইচই পড়ে যায়। পরে অবশ্য তিনি ব্যাখ্যা দেন, সেটি ছিল শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি প্র্যাংক।