বিশেষ প্রতিবেদক
ছড়াসম্রাট জগলুল হায়দার নতুন গান নিয়ে হাজির হয়েছেন। তাঁর লেখা, সুর করা ও কণ্ঠে গাওয়া গানটির শিরোনাম “এ বি সি”। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল হায়দার টিউন-এ। প্রকাশের পর থেকে গানটি ইতিমধ্যে প্রায় ২৭ হাজার ভিউ অর্জন করেছে।
গানটির সঙ্গীতায়োজন করেছেন জোবায়েদ সুমন, কম্পোজ করেছেন মোশারফ সেতু। মিক্সিং ও মাস্টারিং করেছেন মারুফ চৌধুরী। ভিডিও সম্পাদনা ও পরিচালনায় ছিলেন এএস শাকিল চৌধুরী। মেকআপে ছিলেন সালাহউদ্দিন এবং পাবলিসিটি ডিজাইনার হিসেবে কাজ করেছেন সোহেল জিএফএক্স।
তিন দশকেরও বেশি সময় ধরে জগলুল হায়দার ছড়া ও কবিতার মাধ্যমে সমাজের অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে নিরলসভাবে লিখে যাচ্ছেন। নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক আন্দোলনেও তিনি তাঁর লেখনী ও কণ্ঠে সরব ছিলেন। প্রতিবাদী উচ্চারণের জন্য তিনি অনেকের কাছে দ্রোহ ও সাহসের প্রতীক।
ছড়া ও কবিতার পাশাপাশি তিনি গানও লিখে, সুর করে নিজেই কণ্ঠ দেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হিসেবে তাঁর গান গেয়েছেন দেশের শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পীরা।
‘এ বি সি’ গানটি প্রসঙ্গে জগলুল হায়দার বলেন, “দুই যুগ আগে শুরু করা আমার উত্তরাধুনিক ধারার গানের একটি এটি। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মধ্যেও জনপ্রতিনিধিদের ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি আর ভোট-পরবর্তী বাস্তবতার মধ্যে যে বিস্তর অমিল—এই গান সেই ক্যারিকেচার। সুরের ক্ষেত্রে মেটাল ধাঁচে তৈরি করেছি। শ্রোতারা যদি উপভোগ করেন, তবেই আমার প্রচেষ্টা সফল হবে।”