বিনোদন প্রতিবেদক
ছেলে আয়াশকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও ভিত্তিহীন গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি জানিয়েছেন, তারকাদের ওপর অনেক সময় অবাস্তব মন্তব্য ও বানোয়াট তথ্যের চাপের কারণে মানসিক অশান্তি তৈরি হয়।
অপূর্ব বলেন, “একটা তথ্য ভিন্নভাবে ছড়িয়ে পড়তে অনেকবার দেখেছি। ক্যারিয়ারের সময়ও এমন সমস্যায় পড়েছি। বারবার আইনের আশ্রয় নেওয়ার কথা বলেছি, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে ছেলের বিষয়ে আইনি ব্যবস্থা প্রথমেই নিয়েছি, তারপর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি।”
তিনি আরও বলেন, “ভুল তথ্য ছড়ানোর জন্য কিছু মানুষকে আইনিভাবে ধরা হয়েছিল। তখন দেখলাম, অনেকেই বয়সে ছোট, ঠিকভাবে কথা বলতে পারছিল না। তাদের দেখে মায়া লাগছিল, তাই সরি বলে ছেড়ে দেওয়া হয়েছিল। এটাকে পজিটিভ দিক থেকে দেখলে, বলা যায় অতিরিক্ত ভালোবাসার প্রকাশ। অন্যদিকে, অনেক সময় দেশের বাইরে থাকা তারকাদের পরিস্থিতি অনেকে বোঝে না। প্রবাস থেকে দেখলে বিষয়গুলোকে ভুলভাবে বোঝা হয়, যা মানসিক চাপের সৃষ্টি করে।”
অপূর্ব আরও বলেন, “আমাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। সম্মান অর্জনে সময় লাগে, কিন্তু ভালোবাসা হারাতে বা ঘৃণায় রূপ নিতে মাত্র এক-দুই সেকেন্ডই যথেষ্ট। সবার ভালোবাসা ও সম্মান অর্জনের জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। তাই সবাই দয়া করে ভুল বোঝবেন না।”
সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো মানুষদের উদ্দেশে তিনি বলেন, “গুজব ছড়ানো মানুষদের জ্ঞান দিয়ে বোঝানো হয়তো কাজে আসে না। এটা অভ্যাসের বিষয়। হয়তো তাদেরও কোন না কোন কারণ আছে। তবে আমি শুধু এটুকুই বলতে চাই, সত্যিই যা আছে, সেটাই থাকবে।”