বিনোদন প্রতিবেদক
অভিনয়ের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেখান থেকেই প্রেম—শেষ পর্যন্ত বিয়ে করেছেন অভিনয়শিল্পী টয়া ও শাওন। সম্প্রতি এক অনুষ্ঠানে দাম্পত্য জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন এই তারকা দম্পতি।
কথোপকথনের এক পর্যায়ে টয়া বলেন, “আমি বিমানের টিকিটের জন্য বিয়ে করিনি।”
শাওন অভিনয়ের পাশাপাশি একটি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কাজ করেন। মাসের প্রায় ২০ দিনই তাঁকে দেশের বাইরে থাকতে হয়। বিয়ের আগেই এ বিষয়গুলো নিয়ে টয়া ও শাওনের মধ্যে আলাপ হয়।
শাওন বলেন, “আমাদের ছয় মাসের সম্পর্কের মধ্যেই টয়া জেনে গিয়েছিল আমি কোন কোন দেশে যাই, কত দিন থাকি, যাতায়াতের প্রক্রিয়া কেমন, ফ্রি টিকিট মেলে কি না কিংবা বছরে কতটা পাওয়া যায়। সবই ওকে বুঝিয়ে বলেছিলাম। একদিন টয়া জানতে চাইলো—এই টিকিট পেলে কারা যেতে পারে।”
তিনি আরও বলেন, “আমি বললাম, মা, বাবা, সন্তান ও স্ত্রী যেতে পারে। ‘স্ত্রী’ বলার সঙ্গে সঙ্গেই ওর চোখ বড় হয়ে গেল। তখনই বুঝেছিলাম, এই মেয়েটা বিয়ের জন্য হ্যাঁ বলবে।”
এ কথায় হেসে টয়া বলেন, “আমি কিন্তু ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।”

টয়া জানান, ঘুরতে ভালোবাসেন তিনি। তাঁর কাছে বিষয়টি ছিল—স্বামী যেহেতু প্রায়ই বাইরে থাকেন, তাই ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। “আমি ভ্রমণপ্রিয় মানুষ। ভেবেছিলাম, স্বামীকে পেলে ঘোরাঘুরি সহজ হয়ে যাবে। কিন্তু বিয়ের পাঁচ বছরেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি,” বলে হাসতে থাকেন তিনি। পাশে তখন হাসছিলেন শাওনও।
টয়া আরও বলেন, “বিয়ের পর স্বামীর উদ্যোগে বাইরে যাওয়ার সুযোগ হয়নি। বরং আমিই পরিকল্পনা করেছি, আমিই তাকে নিয়ে গেছি ঘুরতে।”
উল্লেখ্য, পরিচালক আশফাক নিপুণের সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন টয়া ও শাওন। তারা ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন।