ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। তবে এবার সিনেমা নয়, বরং ব্যক্তিজীবন ও সাম্প্রতিক মন্তব্য ঘিরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খান ও বলিউড তারকা সালমান খানকে ঘিরে তার মন্তব্য ও পোস্ট ঘিরে জন্ম নিয়েছে নানা জল্পনা-কল্পনা।
শাকিব খানকে ঘিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট
সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে শাকিব খানকে ঘিরে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন ও মন্তব্য দিয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। কোনো পোস্টে ছবির সঙ্গে শাকিব খানকে ট্যাগ করা, আবার কোথাও শাকিবকে নিয়ে বিতর্কিত মন্তব্য—সবমিলিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে নানা প্রশ্নের উদ্রেক হয়। বিষয়টি নিয়ে ওপার বাংলার গণমাধ্যমও বিস্তর আলোচনা করেছে।

ক্ষোভ ঝাড়লেন মিষ্টি
এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মিষ্টি বলেন, “টাকার বিনিময়ে কোথাও যাইনি। গাড়িতে ধরা খেয়েছি— এটা কেমন টপিক? আমি আমার মতো করে পথ চলি, কাজ করি। আমাকে ঘিরে এসব বানোয়াট কাহিনি ছড়ানো বন্ধ হোক।”
তিনি আরও বলেন, “শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমাদের বিষয়টি নিয়ে তাকেই প্রশ্ন করুন। অপ্রয়োজনীয় ব্যাখায় যেতে চাই না।”
সালমান খানের নামেও চর্চা
এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, মিষ্টি জান্নাত নাকি বলিউডের সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চালিয়ে যাচ্ছেন— এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশের একাধিক গণমাধ্যমে। যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মিষ্টি জান্নাত।
প্রচারের আলো না পরিকল্পিত বিতর্ক?
অনেকেই মনে করছেন, ইচ্ছে করেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও বিতর্ক তৈরি করে আলোচনায় থাকতে চাইছেন মিষ্টি জান্নাত। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, “মিষ্টি নিজের মতো করেই এগোতে চান। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করেই কাজ করতে চান তিনি।”