ঢাকাই শোবিজের আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার সময় তিনি আহত হন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিজ ফেসবুক পেজে পায়ে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই।

ফেসবুক পোস্টে সুনেরাহ লেখেন,
“আজ শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্য করতে গিয়ে লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও খুব গুরুতর কিছু নয়, আশা করছি শিগগিরই সেরে উঠবো।”
তবে পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সুনেরাহ জানান, দুর্ঘটনাটি ছিল বেশ ব্যথাদায়ক। তার ভাষায়,
“হাঁটুর চামড়া ছিঁড়ে মাংস বের হয়ে যায়। রক্তক্ষরণও হয়েছে। তবে আপাতত চিকিৎসকের পরামর্শ নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেব।”

শুটিং সেটে সতর্কতা প্রশ্নবিদ্ধ
অভিনেত্রীর এই দুর্ঘটনার পর আবারও শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শিল্পীদের শারীরিক ঝুঁকি কমাতে প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবস্থাপনা আরও সতর্কতার সঙ্গে পরিচালনার আহ্বান জানিয়েছেন অনেকে।
সুনেরাহর দ্রুত আরোগ্য কামনা করে সহকর্মী ও ভক্তরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।